নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ডরগাঁওয়ের একটি বাড়িতে গ্যাস সিলিন্ডারের লিকেজের গ্যাস থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে দগ্ধ দুই জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায়
সোহেল (২০) ও ইসমাইল (১৬) মারা যান।
আরও পড়ুন: ঢাকার শ্যামপুরে বিস্ফোরণে তিনজন দগ্ধ
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. মো. তরিকুল ইসলাম জানান, সোহেলের শরীরের ৭০ শতাংশ এবং ইসমাইলের শরীরের ৫৫ ভাগ পুড়ে গেছে।
এর আগে শুক্রবার(২৫ অক্টোবর) ওই বাড়িতে গ্যাস লিকেজ থেকে আগুন লেগে ছয়জন আহত হন।
আহতরা হলেন- মোহাম্মদ আবুল (৪৭), তার স্ত্রী শেলী (৩৬), মুন্নি (২০) ও তাসলিমা (১৩)।