মৃত লিমা খাতুন (২৪) পিরোজপুর জেলা সদরের জুলফিকার আলীর মেয়ে।
খুমেক হাসপাতালের চিকিৎসক ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, গত চারদিন ধরে মেয়েটি নিউমোনিয়া রোগে ভুগছিল। সোমবার বিকালে তাকে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়। আইসোলেশন ওয়ার্ডে রেখে তার চিকিৎসা দেয়া হচ্ছিল। আজ ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সে করোনায় আক্রান্ত ছিলেন কি না তা জানতে পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
প্রসঙ্গত, বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সোমবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫২ জনে। এছাড়া এ পর্যন্ত মোট ৫ হাজার ৯১৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে সরকার।
চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনে (বিডিএফ) তথ্যমতে, রোগীদের চিকিৎসা দেয়ার সময় সরকারি ও বেসরকারি হাসপাতালে রবিবার পর্যন্ত ৩৭৩ জন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে শুধু ঢাকাতেই ২৮৩ জন এবং অন্য ছয় বিভাগে ৯০ জন আক্রান্ত হয়েছেন।