ফেনীর দেবীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় চালক মো. মোস্তফা (৫০) নিহত হয়েছেন।
রবিবার (৩০ জুন) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঘটনাটি ঘটে।
নিহত মোস্তফা মাদারীপুরের কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের মুহুরদীচর গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: ২ অটোরিকশার সংঘর্ষে প্রসূতির মৃত্যু, বেঁচে গেল নবজাতক
পুলিশ জানায়, পণ্যবাহী একটি ট্রাকটি (ঢাকা মেট্রো-ট ১১-৮৪০৪) ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেবীপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে সজোরে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোস্তফা গুরুতর আহত হন।
খবর পেয়ে মহিপাল হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থল থেকে চালককে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারকে খবর দেওয়া হয়েছে। স্বজনরা এলে অন্যান্য আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে। চালকের সহকারী পলাতক। ট্রাকটি উদ্ধার করে হাইওয়ে থানার পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
আরও পড়ুন: রিকশায় বোরকা পেঁচিয়ে মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু