সোমবার দুপুরে নীলফামারী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে অপহৃত ছাত্রীর বাবা দেলোয়ার হোসেন মেয়েকে উদ্ধারে পুলিশ প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।
তার দাবি, গত ৩০ সেপ্টেম্বর সন্ধ্যায় তার মেয়ে বাড়ির পাশের এক দোকানে গেলে একই এলাকার দেলোয়ার হোসেন দেলো, শফিকুল ইসলাম, আলমগীর হোসেনসহ কয়েকজন যুবক তাকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। এব্যাপারে নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন আদালতে তিনজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। কিন্তু এখনও তার মেয়ে উদ্ধার হয়নি।
সংবাদ সম্মেলনে দেলোয়ার হোসেন বলেন, ‘অপহরণকারীরা ১৯ নভেম্বর রাতে মোবাইল ফোনে আমার স্ত্রীর কাছে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে আমার মেয়েকে মেরে ফেলবে বলে হুমকি দিয়েছে। কিন্তু আমি একজন ভ্যানচালক এতো টাকা দেয়ার মতো আমার সামর্থ না থাকায় সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের কাছে মেয়েকে উদ্ধার করে দেয়ার জন্য জোর দাবি জানাচ্ছি।’
সংবাদ সম্মেলনে অপহৃত ছাত্রীর মা, দাদা, চাচিসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
নীলফামারী থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদ-উন-নবী জানান, মেয়েটিকে উদ্ধার ও আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।