নেত্রকোণায় ট্রেনের ধাক্কায় ২ জন অটো রাইসমিল শ্রমিক নিহত হয়েছেন।
শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নেত্রকোণা-ময়মনসিংহ রেললাইনের চল্লিশা রেলস্টেশনের নিকট দু্র্ঘটনাটি ঘটেছে।
নিহতরা হলেন— শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মালিজাকান্দা গ্রামের লুৎফর রহমানের ছেলে রাসেল ইসলাম (২৫) এবং দিনাজপুরের চিরিবন্দর উপজেলার ছোট বাউল গ্রামের সন্তোষ রায়ের ছেলে আকাশ রায় (২৪)।
তারা দুইজনই চল্লিশার জীবন কুমার সাহার মালিকানাধীন ‘তমাল তম্ময়’ অটো রাইসমিলের শ্রমিক হিসেবে এক বছর ধরে কাজ করছিলেন।
প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, গতকাল (শনিবার) সন্ধ্যার দিকে রাসেল ও আকাশ তাদের মিলের ৭-৮ জন সহকর্মীর সঙ্গে মিলের পাশের রেললাইনে ঘুরতে যান। তারা রেললাইনের ওপর দিয়ে হেঁটে চল্লিশা স্টেশনে যাওয়ার সময় ঢাকা থেকে মোহনগঞ্জগামী ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় ২ জন রাস্তার পাশে ছিটকে পড়েন। তাদের সহকর্মীরা গুরুতর আহত অবস্থায় রাসেল ও আকাশকে উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. শ্রদ্ধানন্দ নাথ তাদের মৃত ঘোষণা করেন।
ডা. শ্রদ্ধানন্দ নাথ জানান, আকাশ ও রাসেলকে হাসপাতালে নিয়ে আসার আগেই তারা নিহত হয়েছেন। তাদের মাথা ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের সঙ্গে আসা লোকজনের তথ্য মতে, তারা ট্রেনের ধাক্কায় মারা গেছেন।
শ্যামগঞ্জ জিআরপি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নূরুল ইসলাম জানান, নেত্রকোণার চল্লিশায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ২ জন লোক মারা যাওয়ার খবর পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।