নেত্রকোণার কলমাকান্দার সীমান্ত এলাকায় কাদায় আটকে একটি বন্য হাতির মৃত্যুর ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য হাতিটির নমুনাও সংগ্রহ করা হয়েছে।
শনিবার সকালে কলমাকান্দা উপজেলা বন বিভাগের ফরেস্ট কর্মকর্তা মঞ্জুরুল হক পাঠান কলমাকান্দা থানায় জিডি করেছেন বলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আহাদ খান জানান।
এ সময় মৃত হাতির নমুনা সংগ্রহ করা হয়েছে জানিয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কনিকা সরকার বলেন, ‘হাতিটির কিভাবে মৃত্যু হয়েছে তা জানতে নমুনা সংগ্রহ করে ঢাকায় ল্যাবে পাঠানো হয়েছে।’
আরও পড়ুন: নেত্রকোনায় হাতির আক্রমণে একজনের মৃত্যু
মৃত হাতিটিকে মাটিচাপা দিতে ভেকু আনা হচ্ছে এবং বিকালের মধ্যে এ কাজ সম্পন্ন করা হবে বলে দুর্গাপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. সাইদুল ইসলাম জানান।
শুক্রবার সকালে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের পাচগাঁও সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে বেতগড়া গ্রামের ফসলি ক্ষেতের কাদা মাটিতে একটি হাতিকে মৃত অবস্থায় দেখেন স্থানীয়রা।
স্থানীয়দের ধারণা , মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসা হাতির দলের মধ্যে একটি হাতি কাদায় আটকে মারা গেছে।
আরও পড়ুন: শেরপুরে বন্য হাতির আক্রমণে কৃষক নিহত