নোয়াখালী শহরে ট্রাক চাপায় একটি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) নারী মাঠ কর্মকর্তার মৃত্যু হয়েছে।
বুধবার সকাল পৌনে ৯টার দিকে সোনাপুর মাইজদী আঞ্চলিক মহাসড়কে দত্তবাড়ির মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত দিনাজ সুলতানা জিতু (২৭) চট্রগ্রাম সিটি কর্পোরেশনের ২ নম্বর ওয়ার্ডের খুলশী এলাকার লকু কলোনীর জাহাঙ্গীর হোসেনের মেয়ে। তিনি মাইজদী শহরের হাউজিং স্টেট এলাকায় বসবাস করেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল আনুমানিক পৌনে ৯টার দিকে সোনাপুর থেকে ইট বোঝাই একটি ট্রাক মাইজদী আসার পথে দত্ত বাড়ির মোড় এলাকায় একই দিকে আসা যাত্রীবাহী চলন্ত রিকশাকে পেছন থেকে ধাক্কা দিলে রিকশা যাত্রী ওই নারী ছিটকে রাস্তায় পড়ে যায়। ট্রাক চালক দ্রুত পালিয়ে যাওয়ার সময় রাস্তায় পড়ে যাওয়া ওই নারীকে চাপা দিয়ে চলে যায়। এতে তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হতে থাকে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন: জৈন্তাপুরের সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি জানায়, নিহত জিতু সমাজ কল্যাণ ফাউন্ডেশনের একজন মাঠ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন এবং ঐ কার্যালয়ে অবস্থান করতেন। সকালে মাঠ পর্যায়ে কাজ করে রিকশা যোগে হাউজিং স্টেট কার্যালয়ে ফিরছিলেন এ সময়ে তিনি দুর্ঘটনার শিকার হন।
ঘাতক ট্রাক ও চালককে আটকের চেষ্টা চলছে বলেও জানান ওসি।