নড়াইলের কালিয়া উপজেলায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ইউপি চেয়ারম্যানসহ দুজন নিহত হয়েছেন।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বড়দিয়া-নড়াগাতি সড়কের সীবানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-উপজেলার খাশিয়াল ইউনিয়নের চেয়ারম্যান খান রাসেল সুইট (৫২) এবং তার সহযাত্রী বড়দিয়া ইউনাইটেড ডিগ্রি মহাবিদ্যালয়ের পিওন শওকত সরদার (৫৭)।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় ২ সহোদর নিহত
নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন জানান, বুধবার রাত ১১টার দিকে চেয়ারম্যান নিজের নতুন প্রাইভেটকার চালিয়ে সীবানন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের মোড়ে এসে থামেন। তিনি গাড়ি ঘুরিয়ে বড়দিয়ার দিকে ফিরে যাবার সময় রাস্তার ওপর কাদা থাকায় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং পাশের খাদে পড়ে যান। খাদে প্রচুর পানি থাকায় গাড়ি তলিয়ে যায়। গাড়িতে থাকা মাদরাসার শিক্ষক অলিউল্লাহ কোন রকমে বের হয়ে আসতে পারলেও ওই দুজন বের হতে পারেননি।
ওসি জানান, নিহত চেয়ারম্যানের ভাই কালিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খান শামীমুর রহমানে কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
অঅরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২