নড়াইলে রেজাউল মোল্যা হত্যা মামলায় একজনের ফাঁসি ও অপরজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেলা দায়রা জজ আদালত। একই সঙ্গে তাদেরকে ৫০ হাজার টাকা জরিমান করা হয়।
রবিবার (২৩ জানুয়ারি) সকালে আসামিদের উপস্থিতিতে নড়াইল জেলা দায়রা জজ আদালতের বিচারক মুন্সি. মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন।
আরও পড়ুন: নড়াইলে ধর্ষণ মামলায় স্বামীর যাবজ্জীবন, স্ত্রীর ৭ বছরের কারাদণ্ড
ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হলেন যশোরের অভয়নগর থানার সোনা মোল্যার ছেলে বাছের আলী মোল্যা (৪৫) ও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন কামাল মোল্যা (৪০)।
মামলার বিবরণে জানা গেছে, মো. বাবুল মোল্যার বিধবা বোনকে প্রায় উত্যক্ত করত আসামি বাছের মোল্যা ও কামাল মোল্যা। পরে বাবুল মোল্যার ছেলে রেজাউল মোল্যা আসামিদের তাদের বাড়িতে আসতে এবং তার ফুফুকে উত্যক্ত করতে নিষেধ করতো। এর জের ধরে ২০১৯ সালে ২৬ জুন রাতে আসামিরা রেজাউলকে বাড়ি থেকে বের করে তাকে টানতে টানতে নিয়ে যায়। একপর্যায়ে আসামি বাছের আলী লোহার পেরেক লাগানো বাঁশ দিয়ে রেজাউলের মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে। পরে আহত রেজাউলকে উদ্ধার করে প্রথমে নড়াইল সদর হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে পরদিন ২৭ জুন চিকিৎসাধীন অবস্থায় রেজাউল মারা যান।
আরও পড়ুন: নড়াইলে পৃথক মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন
এ ঘটনায় নড়াইল সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। দীর্ঘ শুনানি শেষে রবিবার বিচারক এ রায় দেন।