পঞ্চগড়ে একটি তক্ষক উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৮ নভেম্বর) রাতে জেলার দেবীগঞ্জ উপজেলার কালীগঞ্জ সুকাতু প্রধান স্কুল মাঠ থেকে তক্ষকটি উদ্ধারের সময় পাচারকারী সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলো- ঠাকুরগাঁও সদর উপজেলার পূর্ব শুখানপুকুরি এলাকার রেজাউল করিম (৪০), বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের বদেশ্বরী মনিপাড়া এলাকার দেবারু চন্দ্র (৩৫), পাঁচপীর ইউনিয়নের বৈরাতি সেনপাড়া এলাকার আফাজ উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৪০), পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার পামুলি ইউনিয়নের রাজারহাট এলাকার আব্দুল বাসেদের ছেলে আমজাদ হোসেন (৪৫) ও একই উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ এলাকার তাফাজ্জল হোসেনের ছেলে মো. হাসান আলী (৩২)।
এছাড়া পুলিশের অভিযান চলাকালে অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
আরও পড়ুন: নেত্রকোণায় কলাবাগান থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
এ ঘটনায় শনিবার দুপুরে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধে দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করে পুলিশ। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল হোসেন জানান, পাচারকারীরা পাচার করার জন্য তক্ষকটি বিক্রির চেষ্টা করছিল। এ ধরনের গোপন সংবাদের ভিত্তিতে দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রঞ্জু আহম্মেদসহ দেবীগঞ্জ থানা পুলিশের একটি দল ক্রেতা সেজে উপজেলার কালীগঞ্জ সুকাতু প্রধান স্কুল মাঠে উপস্থিত হয়।এইসময় তক্ষক পাচারকারী দলের সদস্যদের সঙ্গে কথা হলে তারা তক্ষকটির মূল্য তিন কোটি টাকা দাবি করে। এক পর্যায়ে পুলিশের সদস্যরা তক্ষকটি দেখতে চাইলে পাচারকারী দলের সদস্যরা তক্ষকটি দেখান। তক্ষকটি দেখানো মাত্রই পুলিশ তাদের আটক করে। এই সময় পাচারকারী দলের এক সদস্য পালিয়ে গেলে শনিবার অভিযান চালিয়ে তাকেও আটক করা হয়।
তিনি আরও জানান, বিদেশে পাচারের উদ্দেশ্যে সংঘবদ্ধ পাচারকারী চক্রটি খাগড়াছড়ি পার্বত্য এলাকা থেকে তক্ষকটি নিয়ে আসে। এটি কালো খাকি ও মেরুন চক্রাবক্রা রংয়ের। এটির লম্বা-৮.০২ ইঞ্চি ওজন ৪০ (চল্লিশ) গ্রাম।
মামলার তদন্তকারী কর্মকর্তা দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রঞ্জু আহম্মেদ বলেন, তক্ষকসহ পাচারকারীদের বিরুদ্ধে দেবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বাদি হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এছাড়া উদ্ধার হওয়া তক্ষকটি বন বিভাগের কাছে হন্তান্তরের প্রক্রিয়া চলছে।
তিনি বলেন, আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আদালতে তাদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এছাড়া পাচারকারী চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৫ দিন পর বৃদ্ধের লাশ উদ্ধার