পাবনার ঈশ্বরদীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজান ও সিয়াম নামে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।
শনিবার (১৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ঈশ্বরদী-রাজশাহী (আইআর) সড়কের উপজেলার গোকুলনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: নরসিংদীতে বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ চালক নিহত, আহত ৮
নিহতরা হলেন, ঈশ্বরদী পৌরসভার পিয়ারাখালী এলাকার নাজমুল হোসেনের ছেলে মিজানুর রহমান মিজান ও রাজশাহীর বাঘা উপজেলার ব্যাঙগাড়ি এলাকার সোবাহান হোসেনের ছেলে শরিফুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে গোকুলনগরে মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে আহত তিনজনকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শরিফুল ইসলাম মারা যান এবং মিজানুর রহমান মিজান দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গুরুতর আহত সিয়াম হোসেন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) এবিএ মনিরুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় আহত তিনজনের মধ্যে শরিফুল ইসলাম ও মিজানুর রহমান মিজান মারা গেছেন। সিয়াম হোসেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আরও পড়ুন: হবিগঞ্জে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩
লালমনিরহাটে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিক্ষার্থী নিহত