নিহত মো. তানজিব (৩০) জেলার রামচন্দ্রপুর থানার বাবু শেখের ছেলে।
পাবনা পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম জানান, একাধিক মামলার আসামি তানজিবকে মঙ্গলবার রাত আড়াইটায় লাইব্রেরি বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী গোপনস্থানে অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য তাকেসহ অভিযান পরিচালনার জন্য রাত ২টা ৪০ মিনিটে পাবনা থানার চর শিবরামপুর বেড়িবাধের বটতলার মোড় নামক স্থানে পৌঁছামাত্র আগে থেকে ওৎ পেতে থাকা তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়িভাবে গুলি করতে থাকে। পুলিশও আত্মরক্ষার্থে দুস্কৃতিকারীদের লক্ষ্য করে গুলি বর্ষণ করে। গোলাগুলির একপর্যায়ে তানজিব কৌশলে দৌঁড়ে পালিয়ে যায়। এসময় পুলিশ ও দুস্কৃতিকারীদের মধ্যে প্রায় ১০-১২ মিনিট গুলি বিনিময় হয়। এক পর্যায়ে দুস্কৃতিকারীরা গুলি করতে করতে রাতের অন্ধকারে বিভিন্ন দিকে পালিয়ে যায়।
পুলিশ সুপার জানান, গোলাগুলি বন্ধ হলে ঘটনাস্থলে আসা স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ সদস্যরা তল্লাশি কালে অবৈধ অস্ত্রধারী অস্ত্র ব্যবসায়ী, চাঁদাবাজ, সন্ত্রাসী তানজিবকে গুলিবিদ্ধ ও আশংকাজনক অবস্থায় উদ্ধার করে। এরপর দ্রুত ২৫০ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক তানজিবকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ঘটনাস্থল পুলিশ চার রাউন্ডগুলিসহ ১টি পিস্তল, একটি রিভলবার, দুই রাউন্ড তাজা কার্তুজ, পাঁচ রাউন্ড কার্তুজের খোসা, চার জোড়া পুরাতন সেন্ডেল উদ্ধার করা হয়।
এ ঘটনায় পুলিশের চার সদস্য আহত হয়। তানজিবের বিরুদ্ধে পাবনা থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সুপার জানান।