বুধবার রাত ১২টার দিকে শহরের কামারগাড়ি এলাকার একটি ছাত্রীনিবাস থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
আরও পড়ুন: গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা: ৯৯৯ এ ফোন কলে উদ্ধার
ভালোবাসা দিবসে ‘প্রেমিকার’ সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা
নিহত জলি খাতুন (২১) সিরাজগঞ্জের সলঙ্গা থানার ঘুড়কা বাজার এলাকার জাহাঙ্গীর আলমের মেয়ে ও বগুড়া সরকারি আজিজুল হক কলেজের গণিত দ্বিতীয় বর্ষের ছাত্রী।
বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে শহরের কামারগাড়ি এলাকার মুগ্ধ ছাত্রীনিবাস থেকে জলি খাতুনের লাশ উদ্ধার করা হয়। গলায় ফাঁস দিয়ে ছাত্রীটি আত্মহত্যা করে। মরদেহ উদ্ধারকালে তার ঘর থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়। যাতে তার মৃত্যুর কারণ হিসেবে প্রেমিককে দায়ী করা হয়েছে। তদন্তের স্বার্থে প্রেমিকের নাম প্রকাশ করা হচ্ছে না।’
আরও পড়ুন: এক হাজার টাকার জন্য লাঞ্ছিত, অপমানে ব্যবসায়ীর আত্মহত্যা
গলায় ফাঁস দিয়ে শাবি শিক্ষার্থীর আত্মহত্যা
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।