রবিবার দিবাগত রাত আড়াইটায় একজন কলার ঢাকার পল্লবীর সি ব্লকের ১১ নম্বর সড়ক থেকে ৯৯৯ নম্বরে ফোন করে জানান, সেখানে এক ব্যক্তি নিজের গায়ে আগুন লাগিয়ে দিয়ে অচেতন হয়ে রাস্তায় পড়ে আছেন।
৯৯৯ সাথে সাথে বিষয়টি পল্লবী থানায় জানায়। ৯৯৯ থেকে সংবাদ পেয়ে পল্লবী থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়।
আরও পড়ুন: ৯৯৯ নম্বরে ফোন: সৌদিফেরত যাত্রীর কাছ থেকে আড়াই কেজি স্বর্ণ উদ্ধার
৯৯৯ নম্বরে ফোন কলে উদ্ধার পাহাড়ে আটকে পড়া ৫ কিশোর-তরুণ
ধর্ষণের শিকার গর্ভবতী তরুণীকে হাসপাতালে ভর্তি করলো ৯৯৯
পরে পল্লবী থানার এএস আই ফয়সাল ৯৯৯ কে ফোনে জানান, তারা রাস্তা থেকে চল্লিশোর্ধ্ব অচেতন অগ্নিদগ্ধ এক ব্যক্তিকে উদ্ধার করে নিজেদের ব্যবস্থাপনায় ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
তিনি আরও জানান, আত্মহত্যা প্রচেষ্টাকারী ব্যক্তি বেকার ছিলেন এবং পারিবারিক সমস্যার কারণে হতাশাগ্রস্ত ছিলেন।
এদিকে সোমবার দুপুরে ৯৯৯ থেকে আত্মহত্যার প্রচেষ্টাকারীর মাকে ফোন করা হলে তিনি জানান, তার ছেলের জ্ঞান ফিরেছে, অবস্থা স্থিতিশীল রয়েছে তবে এখনো বিপদমুক্ত নন।
আরও পড়ুন: ৯৯৯ এ মায়ের ফোন: মেয়েকে ধর্ষণের চেষ্টাকারী ব্যক্তি আটক
চাকরি চলে যাওয়ায় আত্মহত্যার চেষ্টা, ৯৯৯ ফোনকলে উদ্ধার
৯৯৯ নম্বরে ফোন: ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ৩