নারায়ণগঞ্জের ফতুল্লায় যুবককে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যার অভিযোগে তিন কিশোরসহ চার জনকে আটক করা হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার মুসলিম নগর নয়াবাজারস্থ ওয়ালাটন শো রুমের সামনে এই হত্যার ঘটনা ঘটে।
নিহত ফতুল্লায় রবিন (১৮) ফতুল্লা থানার মুসলিম নগর নয়া বাজার এলাকার ঈমান হোসেনের ছেলে।
আটক ব্যক্তিরা হলেন-মুন্না (১৭), মো. শাওন (১৭), অনিক (১৭) ও বিল্লাল (৪০)।
আরও পড়ুন: মুন্সীগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে মা-মেয়ে নিহত, চালক আটক
প্রতক্ষদর্শীর বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, নিহত রবিনসহ বেশ কয়েক নয়াবাজার ওয়ালটন শোরুমের সামনে একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। এমন সময় ১৭/১৮ বছর বয়সীদের একটি দল চায়ের দোকান থেকে রবিনকে রাস্তায় নিয়ে যায়। ক্রিকেট খেলাকে কেন্দ্র করে তাদের সঙ্গে রবিনের তর্ক হয়। এক পর্যায়ে স্ট্যাম্প দিয়ে পিটিয়ে ও ইট দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে। এক পর্যায়ে পিঠে ছুরিকাঘাত করে চলে যায়। পরে স্থানীয়রা রবিনকে উদ্ধার করে শহরের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: খুলনায় যমজ নবজাতক কন্যা সন্তান হত্যার অভিযোগে মা আটক
ওসি জানান, জিজ্ঞাসাবাদের জন্য তাৎক্ষণিক চার জনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত চলছে পরে বিস্তারিত জানানো হবে।