চাঁদপুরের ফরিদগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে আলিম পরীক্ষার্থী নিহত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তানভীর ফরাজী (২২) ওই গ্রামের শাহাজাহান ফরাজীর ছেলে ও ফারাজী ইসলামপুর শাহ্ ইয়াছিন সিনিয়র মাদরাসার ছাত্র এবং আলিম পরীক্ষার্থী।
আরও পড়ুন: চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে বন্য হাতির মৃত্যু
নিহতের মামা মুক্তার হোসেন জানান, সোমবার সকালে তানভীর একই বাড়ির সম্পর্কে চাচা স্যানিটারি মিস্ত্রি আনোয়ারের সাথে অপর চাচা রফিকুল ইসলামের বিল্ডিংয়ের কাজ করতে যায়। এসময় তারা বৈদ্যুতিক লাইনের সুইচ লাগানোর জন্য দেয়ালে ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করার পর ড্রিল মেশিনের প্লাগ খুলতে গিয়ে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় তানভীর। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: নেত্রকোণায় বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু, স্বজনদের অভিযোগ হত্যা
চাঁদপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন বলেন, ‘আমরা বিদ্যুৎস্পৃষ্টের খবর পেয়ে লাশের সুরতহাল তৈরি করেছি। এ বিষয়ে ফরিদগঞ্জ থানায় বার্তা পাঠানো হয়েছে। এরপর পরিবারের অভিযোগ না থাকলে ময়নাতদন্ত ছাড়াই লাশ নিয়ে যেতে পারবে।’