জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) ফরিদপুরের যুগ্ম পরিচালক মো. শাহিদুজ্জামান করোনায় আক্রান্ত হয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছীদ্দিকুর রহমান জানান, গত ৬ জুলাই শ্বাসকষ্ঠ ও জ্বর নিয়ে তিনি ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেকে) হাসপাতালে ভর্তি হন। পরে তার করোনা পরীক্ষা করলে গত ১০ জুলাই পজেটিভ আসে। সেখানে তাকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হয়।
ফমেক পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, ১৭ জুলাই শাহিদুজ্জামানের শ্বাষকষ্ট ও নিউমোনিয়া দেখা দেয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার যোগে ঢাকার বিএসএমএমইউ-তে পাঠানো হয়।
ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার শহিদুজ্জামানের দ্রুত আরোগ্য লাভের জন্য প্রার্থনা করে বলেন, তিনি যেন দ্রুতই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।
উল্লেখ্য, ফরিদপুরের এখন পর্যন্ত ৪১শ জন করোনা শনাক্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ১৫শ ৬৭ জন। এছাড়াও করোনায় রোগে মারা গেছেন ৩৮ জন।