ফরিদপুরের গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মোট মৃত্যু ২২১ জনে দাঁড়িয়েছে।
এছাড়া একদিনে ২৭৯ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১২৫ জন, আক্রান্তের হার ৪৪ দশমিক ৮০ শতাংশ।
আরও পড়ুনঃ রামেক হাসপাতালের করোনা ইউনিটে একদিনে সর্বোচ্চ মৃত্যু
ফরিদপুর সিভিল সার্জন ডা. ছিদ্দিকুর রহমান জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছয়জনের প্রাণহানি ঘটেছে। একই সময় আক্রান্ত হয়েছে ১২৫ জন।
তিনি বলেন, মারা যাওয়া ছয়জনের মধ্যে দুজন করানোর আক্রান্ত হয়ে আইসিইউতে ভর্তি ছিল। এছাড়া অন্য চারজন করোনা উপসর্গ নিয়ে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।
আরও পড়ুনঃ কুষ্টিয়ায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল পর্যন্ত ফরিদপুর মেডিকেল কলেজের আইসিইউ ওয়ার্ডে ১৫ রোগী ভর্তি রয়েছেন। এছাড়াও করোনা সাধারণ ওয়ার্ডে ২৩১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।