ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময় করোনায় নতুন করে শনাক্ত হয়েছে আরও ১৬২ জন।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ১০ জনের মারা যান।
আরও পড়ুন: করোনা: কুমিল্লায় আরও ৭ মৃত্যু, শনাক্ত ২৫১
হাসপাতালটির পরিচালক ডা. সাইফুল রহমান জানান, আইসিইউ ও সাধারণ করোনা ওয়ার্ডে মোট দশ জনের প্রাণহানি হয়েছে। এর মধে তিন জন করোনা ও সাত জন উপসর্গ নিয়ে মারা গেছেন। মৃতদের মধ্যে পাঁচ জন ফরিদপুর জেলার।
আরও পড়ুন: রামেকে করোনায় আরও ১৭ মৃত্যু
জেলা সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় ৩৪৫ নমুনা পরীক্ষার মধ্যে শনাক্ত হয়েছে ১৬২ জন। শনাক্তের হারে ৪৬ দশমিক ৯৫ শতাংশ।