ফরিদপুরের নগরকান্দায় একসঙ্গে খেলতে গিয়ে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে।
বুধবার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা চরযশরদী ইউনিয়নের আলগাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই ভাই-বোন হলো- আবু বক্কর (৫) আলগাদিয়া গ্রামের মো. জাফর শেখের একমাত্র ছেলে এবং নাহিদা আক্তার (৪) শফিকুল ইসলামের মেয়ে। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।
আরও পড়ুন: ফরিদপুরে ডেঙ্গুতে ৭ মাসের শিশুসহ প্রাণ গেল ২ জনের
আলগাদিয়া গ্রামের বাসিন্দা ইসরাইল হোসেন জানান, বুধবার দুপুর দিকে শিশু আবু বক্কর ও নাহিদা একসঙ্গে খেলতে বের হয়। তারা খেলতে খেলতে বাড়ির পাশে একটি পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরিবারের লোকজন ওই দুই শিশুকে অনেকক্ষণ দেখতে না পেয়ে খোঁজ শুরু করে। বাড়ির আশপাশে তাদের খোঁজ না পেয়ে পুকুরে নেমে সন্ধান করে। একপর্যায় পুকুরের পানির ভেতর থেকে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে মুকসুদপুর হাসপাতালে নিয়ে গিলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, জাফর শেখ বিয়ের ১২ বছর পর সন্তানের বাবা হন। তাই একমাত্র ছেলেকে হারিয়ে তার পরিবার পাগলের মতো হয়ে গেছে।
চরযশরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান ফকির দুই শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই শিশুর এমন মৃতুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আমরা শোকাহত।
আরও পড়ুন: ফরিদপুরে সেপটিক ট্যাংকে আটকে ২ জনের মৃত্যু
ফরিদপুরে লক্ষাধিক মেট্রিক টন মুড়িকাটা পেঁয়াজ উৎপাদনের প্রত্যাশা