ফরিদপুরের ভাঙ্গায় এক চিকিৎসকের বাড়ি থেকে ওহাব মাতব্বর (৭০) নামে এক কেয়ারটেকারের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৮ জানুয়ারি) রাত ১০ টার দিকে উপজেলায় নাসিরাবাদ ইউনিয়নের আলেখার কান্দা গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ওহাব মাতব্বরের বাড়ি পাশ্ববর্তী তুজারপুর গ্রামে। তিনি দীর্ঘদিন যাবৎ এই বাড়িতে কেয়ারটেকারের দ্বায়িত্বে ছিলেন।
সহকারী পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. আসিফ ইকবাল জানান, বুধবার রাত ১০টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পাই ওহাব মাতব্বরের লাশ দ্বিতীয় তলার বাড়ির ছাদে ওঠার দরজার পাশে পড়ে রয়েছে।
তিনি আরও জানান, সংবাদ পেয়ে আমিসহ থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছি। সিআইডির একটি দলও ঘটনাস্থলে রয়েছে। হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে।