নিষেধাজ্ঞা অমান্য করে ফরিদপুরের সর্ববৃহৎ ব্যবসায়ী কেন্দ্র কানাইপুর বাজার বণিক সমিতির নির্বাচনের ভোট গ্রহণ চলছে।
স্থানীয় একটি হাইস্কুলে রবিবার সকাল ৯টা থেকে এই ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকাল ৪টা পর্যন্ত।
এদিকে, গত ০৩ ফেব্রুয়ারি ওই নির্বাচন স্থগিতের নির্দেশ দেয় স্থানীয় প্রশাসন।
প্রশাসনের দেয়া নির্বাচন স্থগিতাদেশে বলা হয়, সেখানে উল্লেখ করেন, ফরিদপুরে করোনা ভাইরাস উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় ‘কানাইপুর বাজার বণিক সমিতির’ নির্বাচনে ব্যাপক জনসমাগম ঘটবে, যা করোনা পরিস্থিতি আরও অবনতি হতে পারে। বিষয়টি বিবেচনা করে জনস্বাথে নির্বাচনটিকে স্থগিতের জন্য বলা হলো।
আরও পড়ুন: ইউপি নির্বাচন: ৬ ও ৭ ফেব্রুয়ারি সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা
সরকারি এই আদেশের পরেও বণিক সমিতির নির্বাচন কমিশন সেটিকে তোয়াক্কা না করেই নির্বাচন পরিচালনা অব্যাহত রাখে ।
নির্বাচন প্রসঙ্গে সভাপতি প্রার্থি শেখ আকতার বলেন, সরকারি আদেশের প্রতি শ্রদ্ধা রেখে আমিসহ কয়েকজন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি, কিন্তু নির্বাচন কমিশন তো ঠিকই নির্বাচন পরিচালনা করছে, তাহলে আমাদের কি অপরাধ ছিল।
এ বিষয়ে গত ৫ ফেব্রুয়ারি রাতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊধ্বর্তন কর্মকতারা নির্বাচনে অংশ নেয়া প্রার্থী ও নির্বাচন কমিশনকে ডেকে চলমান পরিস্থিতি বিবেচনা করে আবারও জরুরি ভিত্তিতে নির্বাচন বন্ধের আহ্বান জানান।
কানাইপুর বাজার বণিক সমিতির নির্বাচন পরিচালনা বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার জুলফিকার আলী মিনু মোল্লা বলেন, গত ১২ জানুয়ারি এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। বাজারের এক হাজার ১৭২ জন ব্যবসায়ী এখানে ভোটার রয়েছে। এছাড়াও তিন জন সভাপতি ও তিন জন সাধারণ সম্পাদক প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিসহ মোট ৯ পদে প্রার্থীরা অংশ নিয়েছেন।
আরও পড়ুন: সাতক্ষীরায় নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ১০
সরকারি আদেশের বিষয়ে তিনি বলেন, প্রশাসন থেকে আমাদের নিষেধ করা হয়েছিল, কিন্তু বর্তমান বাস্তবতায় নির্বাচন না করলে আমাদের টিকে থাকা কঠিন তাই নির্বাচন পরিচালনা করছি।
এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) দীপক কুমার রায় বলেন, সরকারি আদেশ অমান্য করায় আমরা আইনগত ব্যবস্থা নিবো।