ফরিদপুরের ভাঙ্গা উপজেলার উঁচাবাড়ী বাজারে সোমবার দিবাগত রাতে ভয়াবহ আগুন লেগে ২৫টি দোকান ঘর ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।
খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ভোর রাত ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের ভাঙ্গা স্টেশনের ডিউটি অফিসার মোখলেসুর রহমান জানান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ভাঙ্গা ও সদরপুর উপজেলা থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ওই বাজারের চাউলের আড়তদার শাহাদাৎ হোসেন জানান, ঘটনাস্থলের আশেপাশে প্রায় ৫০টির মতো দোকান-ঘর ছিল। এর মধ্যে মুদি দোকান ও চাউলের আড়তদারের সংখ্যাই বেশি। রাতে জনৈক কামরুলের দোকান ঘর থেকে আগুনের ধোঁয়া বের হয় এবং দ্রুত তা আশেপাশে ছড়িয়ে পড়ে।