ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা ও গণহত্যার প্রতিবাদে বৈশ্বিক ধর্মঘট কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ করেছে জনতা।
সোমবার (৭ এপ্রিল) বেলা ১১টার দিকে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে বিক্ষোভ সমাবেশ করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সী মানুষ। এরপর ‘মার্চ টু ফিলিস্তিন’লেখা ব্যানার নিয়ে সদর রোডে ঘণ্টাব্যাপী অবরোধ শেষ একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা।
আরও পড়ুন: বিশ্বব্যাপী শিক্ষার্থীদের "দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা" কর্মসূচি: জাবি প্রশাসনের সংহতি
এ সময় ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার তীব্র নিন্দা এবং ফিলিস্তিনের প্রতি সংহতি জানানো হয়।
এর আগে ফিলিস্তিনের জাতীয় ও ইসলামি শক্তিগুলো এক বিবৃতিতে ফিলিস্তিন বিশ্বজুড়ে ধর্মঘটের ডাক দেয় এবং বৈশ্বিকভাবে তা পালনের আহ্বান জানায়।
বক্তারা বলেন, ইসরায়েল যদি এখনই হামলা বন্ধ না করে, তবে মুসলিম বিশ্ব ‘মার্চ টু ফিলিস্তিন’ কর্মসূচির মাধ্যমে জবাব দেবে। তাই বিশ্বের সকল দেশ, বিশেষ করে বাংলাদেশ সরকারের প্রতি ফিলিস্তিন রক্ষায় কার্যকর কূটনৈতিক চাপ প্রয়োগ এবং আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা।