ফেনীতে ট্রেনে কাটা পড়ে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে ফেনী রেলস্টেশনের অদূরে গুদাম কোয়ার্টার রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুল হালিম (৫০) বাগেরহাটের মোড়লগঞ্জের সাওলিয়া এলাকার মৃত বশির উদ্দিন শেখের ছেলে। তিনি ফেনীতে পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন।
রেল পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসা সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি ফেনী স্টেশনের দিকে যাচ্ছিল। এ সময় গেটম্যান গেট বন্ধ করে দেন। তখন রিকশাসহ বেশ কিছু গাড়ি উল্টো পথে চলাচল শুরু করে।
এ সময় আবদুল হালিমের রিকশা রেললাইনে ওঠার পরপরই ট্রেন চলে আসে। ট্রেনের ধাক্কায় তিনি ছিটকে পড়েন। তার রিকশাও দুমড়েমুচড়ে যায়। আবদুল হালিম ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে রেল পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
ফেনী রেলস্টেশন জিআরপি পুলিশ ক্যাম্পের দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) মো. আমজাদ আলী চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় লাকসাম জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু