সারা দেশে হরতালের সমর্থনে হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা ফেনী শহরের বিভিন্ন সড়কে কয়েকদফা অবস্থান নিয়ে পিকেটিং করেছে।
রবিবার সকাল থেকে লাঠিসোঁটা নিয়ে শহরের বিভিন্ন পয়েন্টে মোটরসাইকেলে চড়ে বিক্ষোভ মিছিলও করেন তারা।
সকালে মহিপাল, টাংরোড, একাডেমি রোড, শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক, মদিনা বাস স্ট্যান্ডসহ শহরের সব জায়গায় হেফাজতের নেতা-কর্মীরা হাতে লাঠি নিয়ে রাস্তায় অবস্থান করতে দেখা গেছে। এ সময় শহরেও যানবাহন চলাচল করতে বাধা দিতে দেখা যায়। এছাড়া রাস্তার পাশের দোকানপাট বন্ধ করে দেয় তারা।
আরও পড়ুন: হেফাজতের হরতাল: হাটহাজারীতে সড়ক কেটে অবরোধ
চট্টগ্রামে কড়া নিরাপত্তায় হেফাজতের বিক্ষোভ
এদিকে বিশৃঙ্খলা ঠেকাতে শহরের প্রত্যেকটি পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে।
ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনিক মাহমুদ বলেন, ‘শহরে যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে সেই দিকে আমরা সতর্ক আছি। আমরা শহরের প্রত্যেকটি পয়েন্টে পুলিশ মোতায়েন করেছি। এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।’
আরও পড়ুন: হাটহাজারীর পরিস্থিতি থমথমে, মাদরাসা শিক্ষার্থীদের সড়ক অবরোধ
হাটহাজারীতে পুলিশের সাথে সংঘর্ষে নিহত ৪
মোদিবিরোধী বিক্ষোভ: বায়তুল মোকাররম এলাকায় পুলিশের সাথে মুসল্লিদের সংঘর্ষ