বগুড়ায় গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে আড়াই লাখ টাকা ছিনতাই করা হয়েছে। বুধবার (১০ মে) রাত ৯টার দিকে সদরের নামুজা ইউনিয়নের শাহ্পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত আব্দুর রাজ্জাক (৫৫) ওই গ্রামের মৃত নছির উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় হাটগুলোতে গরু কেনা-বেচা করতেন।
বগুড়া সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নূর জাহিদ সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: রায়পুরায় বাবাকে কুপিয়ে হত্যার পর ৯৯৯-এ কল দিয়ে ছেলের দায় স্বীকার!
স্থানীয় নামুজা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে জানতে পেরেছি, আব্দুর রাজ্জাক স্থানীয় চৌমুহনী বাজারে গিয়েছিলেন। রাতে তিনি মোটরসাইকেল নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হন। রাত ৯টার দিকে বাড়ি থেকে ১০০ মিটার দূরে শাহ্পাড়া এলাকায় পৌঁছার পর দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।
নামুজা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, ‘আমরা শুনেছি, আব্দুর রাজ্জাক হাটে কোনো এক ব্যবসায়ীর আড়াই লাখ টাকা গুনে দিয়েছিলেন। সেটা দেখে দুর্বৃত্তরা মনে করেছিল টাকাগুলো রাজ্জাকের এবং সেগুলো হয়তো সে নিজের কাছেই রেখেছে। ধারণা করা সেই টাকাগুলো ছিনিয়ে নিতেই হয়তো তাকে হত্যা করা হয়েছে।’
নিহতের ছেলে আতিকুল ইসলাম শুভ বলেন, ‘সন্ধ্যায় আমার বাবা নামুজা চৌমুহনী হাটে গরু বিক্রি করতে যান। গরু বিক্রি শেষে সেখানেই স্থানীয় একটি মসজিদে এশার নামাজ আদায় করে আড়াই লাখ টাকা নিয়ে বাড়িতে ফিরছিলেন। বাড়ি থেকে মাত্র দেড়শ’ গজ দূরে আসতেই দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে তার কাছে থেকে টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়।’
এএসআই জানান, রাতে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। এখন পর্যন্ত কোনো মামলা হয়নি এবং কাউকে গ্রেপ্তার করা হয়নি।