বগুড়ায় একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এই সময় একাধিক মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকালে শহরের দক্ষিণ আটাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মিথুন খান ওরফে মিথুন বিহারী ওরফে লিটন বিহারী (৩৫) শহরের লতিফপুর কলোনী এলাকার মৃত নেহাল খান ওরফে নেহাল বিহারীর ছেলে।
লিটনের বিরুদ্ধে খুন, ডাকাতি, অপহরণ, মাদক ও একাধিক চাঁদাবাজির মামলা রয়েছে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে গাঁজা জব্দ, গ্রেপ্তার ১
মঙ্গলবার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী জানান, গ্রেপ্তার আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে তিনি দীর্ঘ দিন ধরে বগুড়া শহরের বিভিন্ন এলাকায় ছিনতাই, ডাকাতি, অপহরণসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। এমন অবস্থায় সোমবার বিকাল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরের আটাপাড়া দক্ষিণপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে খুনসহ চারটি মামলার আসামি লিটনকে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছে থাকা একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলিসহ একটি ম্যাগজিন উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ৫৭ শিবির নেতাকর্মী গ্রেপ্তার
এ ঘটনায় বগুড়া সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে। তিনি পুলিশের হালনাগাদ তালিকায় সন্ত্রাসী।