বগুড়ার গাবতলীতে পিকনিক বাসে তল্লাশি চালিয়ে বার্মিজ চাকু জব্দসহ কিশোর গ্যাংয়ের ৯ সদস্যকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পীরগাছা বন্দর থেকে তাদের আটক করে পুলিশ।
কিশোর গ্যাংয়ের ৯ সদস্যের মধ্যে সাতজনই কিশোর। তদের বয়স ১৬ থেকে ১৭ বছরের মধ্যে হওয়ায় তাদের নামপরিচয় প্রকাশ করা হয়নি।
আরও পড়ুন: পাটগ্রামে বিজিবির হাতে ভারতীয় নাগরিক আটক
আটকদের মধ্যে প্রাপ্তবয়স্ক দুইজন হলেন- গাবতলী উপজেলার জমিরবাড়ীয়া গ্রামের শিহাব উদ্দিন ও লাজু সাব্বির।
শুক্রবার বিকালে তাদের বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মির্জা সাহেলার আদালতে তোলা হয়। বিচারক প্রাপ্তবয়স্ক দুইজনকে জেলা কারাগারে ও কিশোর সাতজনকে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, গাবতলী উপজেলার আটাপাড়া বাজারে থেকে স্থানীয়রা বৃহস্পতিবার দিনাজপুরের স্বপ্নপুরীতে পিকনিকে যায়। সেখানে কয়েকজন কিশোরের কাছে বার্মিজ চাকু ছিল।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বাসটি ফেরার পথে পীরগাছা বন্দরে থামিয়ে তল্লাশি করে। ৯ জনের কাছ থেকে ছয়টি ধারালো বার্মিজ চাকু জব্দ করা হয়। এলাকায় অপরাধ সংগঠনের জন্য তারা দিনাজপুর থেকে বার্মিজ চাকু ক্রয় করেছিল।
আরও পড়ুন: শেরপুরে বাবাকে খুনের অভিযোগে ছেলে আটক