বগুড়ার শিবগঞ্জে নিজ ঘর থেকে ফায়ার সার্ভিস কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার মোকামতলা ইউনিয়নের হরিপুর গ্রামে তার বাড়ির শোবার ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।
মৃত আব্দুল মোমিন (২৮) ওই গ্রামের মাওলানা মোজ্জামেল হকের ছেলে।
মৃতের দ্বিতীয় স্ত্রী বগুড়া জজকোর্টের শিক্ষানবীস আইনজীবী শাহানা বেগম অভিযোগ করে বলেন, ‘তার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। এ ঘটনার দুদিন আগে তাকে হত্যার হুমকি দেয়া হয়েছিল।’
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ইন্সপেক্টর) আশিক ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, মোমিনের লাশ তার নিজ শয়ন ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। ঘরের তীরের সঙ্গে দঁড়ি দিয়ে ফাঁস লাগানো ছিল।
তিনি জানান, মোমিন সর্বশেষ ঠাঁকুরগাও এ কর্মরত ছিলেন। তবে সম্প্রতি কিছু অভিযোগের প্রেক্ষিতে তিনি সাময়িক বরখান্ত ছিল।
তিনি আরও বলেন, মোমিনের লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।
আরও পড়ুন: বগুড়ায় শিশু হত্যা, কূপ থেকে লাশ উদ্ধার