বরগুনায় প্রথমবারের মতো দুজন করোনাভাইরাসে আক্রান্ত থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন।
শুক্রবার বিকাল ৩টার দিকে বরগুনা স্বাস্থ্য বিভাগ নিজস্ব পরিবহনে জেলা হাসপাতাল থেকে তাদের নিজ বাড়ি পৌঁছে দেয়।
তারা হলেন- সদর উপজেলার ঘটবাড়িয়া গ্রামের হিরণ খান (৩৮) ও রায়ভোগ গ্রামের সেলিম মিয়া (৬০)।
সদর হাসপাতাল সূত্র জানায়, দুজনের নমুনা ১৯ ও ২৩ এপ্রিল পরীক্ষা করে করোনা নেগেটিভ পাওয়া যায়। এরপরই তাদের ফুল দিয়ে বরণ করে নেন চিকিৎসকসহ সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীরা।
উল্লেখ্য, সেলিম মিয়া তাবলিগ থেকে ফিরে করোনা উপসর্গ নিয়ে বরগুনা হাসপাতালে ভর্তি হন। অন্যদিকে হিরণ খান নারায়ণগঞ্জ থেকে করোনা উপসর্গ নিয়ে বাড়িতে আসেন। পরে তাকে বরগুনা হাসপাতালে ভর্তি করা হয়। গত ১১ এপ্রিল তাদের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়।