বরিশালের বাকেরগঞ্জে হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন এক পুলিশ কর্মকর্তা।
সোমবার রাতে বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে। আহত বাকেরগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই ) কৃষ্ণ কান্তকে হাসপাতালে ভর্তি করা হয়ছে।
এ ঘটনায় হত্যা মামলার ১৪ নম্বর আসামি মনির হাওলাদার ও তার স্ত্রী কুলসুম বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।
বাকেরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন জানান, ১৯ এপ্রিলের একটি হত্যার ঘটনায় মামলার প্রেক্ষিতে বিশেষ অভিযানের অংশ হিসেবে সোমবার রাতে সোনাপুর গ্রামে হত্যা মামলার ১৪ নম্বর আসামি মনির হাওলাদারকে গ্রেপ্তার করতে গেলে তার স্ত্রী কুলসুম বেগম ঘরে থাকা ধারালো বটি দিয়ে এএসআই কৃষ্ণ কান্ত মিত্রর মাথায় কোপ দিয়ে গুরুতর জখম করে। পরে আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টা করে এবং মনিরের সহযোগীরা পুলিশের দিকে ইট পাটকেল নিক্ষেপ করে ব্যর্থ হয়ে পালিয়ে যায়।
আরও পড়ুন: বরিশালে ‘ভুয়া পুলিশ’ আটক
তিনি আরও জানান, আহত এএসআই কে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের- ই বাংলা মেডিকেলে পাঠিয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) সুদীপ্ত সরকার জানান, এ ঘটনায় কুলসুমকে প্রধান আসামি করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: বরিশালের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, লাখ টাকা লুটের অভিযোগ