বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে বিভাগে ৮২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে আরও ৪৪২ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।
আরও পড়ুন: বরিশালে সেফটি ট্যাংকে পড়ে যাওয়া বালতি তুলতে গিয়ে বাবা ও ছেলের মৃত্যু
বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
মারা যাওয়া তিনজন হচ্ছেন- বরিশালের বানারীপাড়া উপজেলার শাহানুর ও উজিরপুর উপজেলার আনিস সরদার এবং ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ফারুক মোল্লা।
স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন ভর্তি হয়েছেন ৪৪২ রোগী।
এর মধ্যে সবচেয়ে বেশি বরিশালের ১৪৬ জন, পটুয়াখালীতে ৯৯ জন, পিরোজপুরে ৭২ জন, ভোলায় ৪৯ জন, বরগুনা ৬৭ জন ও ঝালকাঠিতে ৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, মারা যাওয়া তিনজনই শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
বিভাগে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৮২ জন। এর মধ্যে বরিশালে ৫৭ জন, ভোলায় ৮ জন, বরগুনায় ৫ জন ও পিরোজপুরে ৭ জন ও পটুয়াখালীর ৫ জন।
আরও পড়ুন: বরিশালে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮