নিখোঁজের দুই দিন পর বরিশালের কীর্তনখোলা নদী থেকে পথশিশু সাথীর (১২) লাশ উদ্ধার করেছে সদর থানা নৌ-পুলিশ।
শনিবার (২০ মে) সকাল ৮টার দিকে বরিশাল নদী বন্দরের লঞ্চ টার্মিনাল এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল জলিল।
তিনি জানান, সকালে নিখোঁজ পথশিশু সাথীর লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে নৌ-পুলিশের একটি দল গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
আরও পড়ুন: চাঁদপুরে নিখোঁজের ৪দিন পর শিশুর লাশ উদ্ধার
ওসি আব্দুল জলিল বলেন, সকাল থেকে সাথীর খোঁজখবর নিতে কেউ আসেনি। তবে তার পরিবারের লোকজনকে খোঁজার চেষ্টা চলছে।
এর আগে বৃহস্পতিবার (১৮ মে) বিকালে বরিশাল লঞ্চ টার্মিনাল থেকে কীর্তনখোলা নদীতে পড়ে নিখোঁজ হয় সাথী।
আরও পড়ুন: বরিশালে লঞ্চ টার্মিনাল থেকে নদীতে পড়ে পথশিশু নিখোঁজ