বরিশালের আগৈলঝাড়ার পৃথক এলাকায় পানিতে ডুবে শিশুসহ দুই জনের মৃত্যু হয়েছে। উপজেলার বাকাল ইউনিয়ন ও বাগধা ইউনিয়নে সোমবার এই দুর্ঘটনা দুটি ঘটে।
বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামে সোমবার দুপুরে পুকুরে গোসল করতে গিয়ে ইয়াসিন ফড়িয়া (২০) নামে এক যুবক নিখোঁজ হয়। পরে খোঁজাখুজির পর পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ইয়াসিন ওই গ্রামের শাহাজালাল ফড়িয়ার ছেলে।
নিহতের বাবা শাহাজালাল ফড়িয়া জানান, ইয়াসিন মৃগী রোগে আক্রান্ত ছিল। গোসল করতে নেমে এই দুর্ঘটনা ঘটেছে।
অপরদিকে একইদিন উপজেলার বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা গ্রামে দেড় বছরের শিশু ইব্রাহিম শিকদার পুকুরে পড়ে নিহত হয়েছে। নিহত ইব্রাহিম ওই গ্রামের মোজাম শিকদারের ছেলে।
মোজাম সিকদার জানান, খেলার ছলে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় শিশু ইব্রাহিম। পরে ভাসমান অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফারহানা ইসলাম জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই পানিতে ডুবে যাওয়া দুইজনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: হাজীগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু