বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশের সংবাদ সংগ্রহের জন্য তৈরি করা সাংবাদিকদের মঞ্চ ভেঙে দুই সাংবাদিক আহত হয়েছেন।
আহতের মধ্যে একজন সুজয় দাস, যিনি সময় টেলিভিশনের ক্যামেরা পারসন।
সুজয় দাস বলেন, ‘বিএনপি নেতাকর্মীরা সাংবাদিকদের জন্য করা মঞ্চে উঠে লাফালাফি করছিলেন। আমরা সে সময় অনেক সংবাদকর্মী সেখানে কাজ করছিলাম। বিএনপি কর্মীদের প্রথমবার নামিয়ে দেয়া হলেও তারা পুনরায় মঞ্চে উঠে লাফালাফি শুরু করলে সেটি ভেঙে পরে।’
আরও পড়ুন: বরিশালের বঙ্গবন্ধু পার্কে বিএনপির নেতাকর্মীদের ঢল
তিনি আরও বলেন যে এতে তিনি মাথায় আঘাত পেয়েছেন।
অপর এক সাংবাদিক আহত হয়েছেন এবং একটি টিভি ক্যামেরাও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে বিএনপির নেতাদের স্বাগত জানাতে মঞ্চ প্রস্তুত।
বরিশাল বিএনপির বিভাগীয় সভার মঞ্চ প্রস্তুত কমিটির যুগ্ম আহ্বায়ক খন্দকার আবুল হোসেন লিমন বলেন, নেতাদের জন্য ৫০ ফুট লম্বা ও ২৫ ফুট চওড়া মঞ্চ তৈরি করা হয়েছে। ব্যানার টাঙানোর কাজও শেষ।
এছাড়া অনুষ্ঠানস্থলের চারপাশে ১২০টি লাউডস্পিকার রাখা হয়েছে বলেও জানান তিনি।
শনিবার (৫ নভেম্বর) দলের বিভাগীয় সমাবেশে যোগ দিতে ইতিমধ্যেই বরিশালে পৌঁছেছেন বিএনপির নেতাকর্মীরা।
দুইদিনের পরিবহন ধর্মঘট উপেক্ষা করে শুক্রবার বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে হাজার হাজার দলীয় নেতাকর্মীকে দেখা গেছে।
বিভাগীয় সমাবেশের প্রথমটি চট্টগ্রামে, দ্বিতীয়টি ময়মনসিংহে, তৃতীয়টি খুলনায় ও চতুর্থটি রংপুরে হয়েছে। এটি হবে বিএনপির পঞ্চম সমাবেশ।
আগামী বছরের শেষের দিকে বা ২০২৪ সালের প্রথম দিকে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের জন্য সমর্থন জোগাতে অন্যান্য বিভাগেও সমাবেশের পরিকল্পনা করা হয়েছে।
আরও পড়ুন: বরিশালে বিএনপির সমাবেশ: পরিবহন ধর্মঘটে চরম ভোগান্তিতে যাত্রীরা
বিএনপির সমাবেশে বিপুল জনসমাগম মানেই তারা গণতন্ত্র ফিরে চায়: ফখরুল