বরিশালে ৫ থেকে ১১ বছর বয়সের ২০ হাজার ৫১৮ জন শিশু শিক্ষার্থীকে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা পৌনে ১২ টায় নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের ১২ নম্বর তিলক কলাডেমা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শিশুদের টিকাদান কার্যক্রম শুরু হয়।
এ কর্মসূচির উদ্বোধন করেন বরিশাল সিটি করপোরেশনের (বসিক) মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
মেয়র জানান, আমি বরিশাল সিটি করপোরেশন এলাকার শিশুদের সুষ্ঠুভাবে করোনা টিকাদানের দায়িত্ব নিয়েছি। আশাকরি এ কাজ ১৫ দিনের মধ্যে সম্পন্ন হবে। এজন্য নগরে ১০ টি আলাদা টিম গঠন করা হয়েছে, যারা প্রতিদিন ১০-১১ টি শিক্ষাপ্রতিষ্ঠানে ঘুরে ঘুরে টিকাদান কার্যক্রম সম্পন্ন করবে।
আরও পড়ুন: পাঁচ বছর বয়সীদের করোনার টিকা শিগগিরই
তিনি জানান, নগরের ৭৯ টি প্রাথমিক বিদ্যালয়সহ কিন্ডারগার্ডেন ও মাদ্রাসাসহ ২৫০ টির মতো শিক্ষা প্রতিষ্ঠানের ২০ হাজার ৫১৮ জন শিশু শিক্ষার্থীকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আজ থেকে এ কার্যক্রম শুরু হলো। এছাড়া প্রথম দিন চারটি ওয়ার্ডের (২৭, ২৮, ২৯ ও ৩০ নম্বর) ১১টি স্কুল কেন্দ্রে টিকা প্রদান কার্যক্রম চলে। আগামী ১৫ দিনের মধ্যে পর্যায়ক্রমে সকল শিশুকে টিকা দেয়া হবে। এছাড়া এদিকে টিকা কার্যক্রম উদ্বোধন পর প্রথম আধা ঘন্টার মধ্যে কোন শিক্ষার্থী অসুস্থ হওয়ার খবর পাওয়া যায়নি।
এসময় উপস্থিত ছিলেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. হুমায়ুন শাহীন খান, বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী সৈয়দ মো. ফারুক আহম্মেদ, বরিশাল জেলার সিভিল সার্জন ডা. মারিয়া হাসান, বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু, রফিকুল ইসলাম খোকন বরিশাল, সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের মেডিক্যাল অফিসার ডা. মঞ্জুরুল ইসলাম শুভ্র প্রমুখ।