ইউনাইটেড নিউজ অব বাংলাদেশের (ইউএনবি) বাগেরহাট জেলা প্রতিনিধি বিষ্ণু প্রসাদ চক্রবর্ত্তীর বাসায় চুরির ঘটনা ঘটেছে। সোমবার ভোরে বাগেরহাট শহরের শালতলায় তাঁর দ্বিতল ভবনের বাসায় এই চুরির ঘটনা ঘটে।
খবর পেয়ে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাংবাদিকের বাসায় যান। ইতোমধ্যে পুলিশ এবং র্যাবের পক্ষ থেকে এ বিষয়ে তৎপরতা শুরু করা হয়েছে।
এই সাংবাদিকের পক্ষ থেকে বলা হয়েছে, ভোর সাড়ে ৫টা থেকে সাড়ে ৬টার মধ্যে চোরের দল তার বাসায় প্রবেশ করে। তারা বাসার দুটি কক্ষে ঢুকে বিছানায় থাকায় মোবাইল ফোন, ব্যাংকের চারটি এটিএম কার্ড, ড্রাইভিং লাইসেন্স, মানিব্যাগ, প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ বেশ কিছু মূল্যবান জিনিস চুরি করে নিয়ে যায়। ওই মানিব্যাগ এবং মোবাইল ফোনে অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্টস সংরক্ষিত ছিল। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সাংবাদিকের পক্ষ থেকে জানানো হয়েছে।
ঘটনা জানার পর বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, পুলিশ সুপার কেএম আরিফুর হক এবং র্যাব খুলনা ৬-এর অধিনায়ক খোঁজখবর নেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলে তাঁরা জানান।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম জানান, বিষয়টি জানার পর পুলিশের পক্ষ থেকে কার্যক্রম শুরু করা হয়েছে। চুরি যাওয়া মোবাইল এবং টাকাসহ অন্যসব জিনিস উদ্ধারে প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। পুলিশ বিষয়টিকে গুরুত্বের সাথে দেখছে। চোরদের অন্য কোন উদ্দেশ্য ছিল কিনা তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: বাগেরহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ আরোহী নিহত