বাগেরহাটে খানজাহানের বসতবাড়ির প্রত্নতাত্ত্বিক খননে প্রাপ্ত নিদর্শন নিয়ে বাগেরহাটে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী প্রদর্শনী।
খানজাহান ছিলেন মধ্যযুগীয় শহর খলিফাতাবাদের প্রতিষ্ঠাতা যেটা বর্তমানে বাগেরহাট নামে পরচিত।
শুক্রবার বাগেরহাট সদর উপজেলার সুন্দরঘোনায় খানজাহানের বসতবাড়ি এলাকায় প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আজিজুর রহমান।
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনা ও বরিশাল আঞ্চলিক কার্যালয় এই প্রদর্শনীর আয়োজন করেছে এবং দর্শনার্থীদের জন্য সকাল থেকে বিকাল পর্যন্ত এটি উন্মুক্ত থাকবে।
আরও পড়ুন: দুর্নীতির মামলায় বাগেরহাটের পৌর মেয়রকে আত্মসমর্পণের নির্দেশ
প্রায় দুই মাস খনন শেষে প্রত্নতাত্ত্বিক বিভাগ ৬০০ বছর আগে ব্যবহৃত বিভিন্ন স্থাপত্য কাঠামো ও ব্যবহার্য জিনিসপত্র খুঁজে পেয়েছে।
এই নিদর্শনগুলির মধ্যে রয়েছে কারুকাজমন্ডিত ইট, বিভিন্ন সময়ের দেয়াল, চুনের তৈরি মেঝে, রাস্তা, ড্রেনেজ, ইটের সোলিং ও পথ। তাছাড়াও রয়েছে পোড়ামাটির পাত্র, প্লেট, বাটি, সসার, মাটির কলসের টুকরো, তেলের বাতি, খোদাই করা ইট, টাইলস এবং পোড়ামাটির বাটি।