বাগেরহাট সদরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছে।
বুধবার সকালে উপজেলার বাগেরহাট-খুলনা মহাসড়কের মাথাভাঙ্গা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত অজয় ভট্টচার্য (৪২) বাগেরহাট সদর উপজেলার রসুলপুর গ্রামের মানিক লাল ভট্টচার্যের ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন।
জানা গেছে, দুর্ঘটনার পর স্থানীয় জনতা সড়কে ব্যারিকেড দিয়ে প্রায় এক ঘন্টা সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: নোয়াখালীতে ট্রাক চাপায় নারী এনজিও কর্মী নিহত
বাগেরহাটের কাটাখালী হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এএসআই) মো. হাসানুর রহমান জানান, সকাল ৭টার দিকে অজয় ভট্টচার্য বাড়ি থেকে বের হয়ে সিএন্ডবি বাজারের দিকে হেঁটে যাচ্ছিলেন। এ সময় পিছন দিক থেকে আসা দূরপাল্লার একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাসটি জব্দ ও চালককে আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।
আরও পড়ুন: জৈন্তাপুরের সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১