ঐতিহাসিক বাগেরহাট ষাটগম্বুজ মসজিদে ঈদুল আজহার ৩টি জামাত অনুষ্ঠিত হয়েছে। করোনা মহামারিতে স্বাস্থ্যবিধি মেনে মুসল্লিরা জামাতে অংশ নেন।
বুধবার সকাল ৭টা ৭ মিনিটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। পরে ৭.৪৫ এ দ্বিতীয় এবং সকাল ৮.১৫ তে র্সবশেষ জামাত অনুষ্ঠিত হয়।
আরও পড়ুনঃ করোনা মহামারির মাঝে দেশজুড়ে পালিত হচ্ছে ইদুল আজহা
জামাতে অংশ নিয়ে ধর্মপ্রাণ মুসল্লিরা উম্মার শান্তিকামনা ও করোনা মহামারি থেকে মুক্তির জন্য বিশেষ দোয়া করেন।
ষাটগম্বুজ মসজিদে বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোছাব্বেরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ষাটগম্বুজ ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চুসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা নামাজ আদায় করেন।
এছাড়াও জেলার বিভিন্ন ঈদগাহ এবং জামে মসজিদে ভিন্ন ভিন্ন সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন এলাকায় পশু কোরবানি করা হয়।
আরও পড়ুনঃ স্বাস্থ্যবিধি মেনে কুমিল্লায় ঈদের জামাত অনুষ্ঠিত
বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান জানান, স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। আগে থেকেই প্রশাসনের পক্ষ থেকে মসজিদের ইমাম এবং মসজিদ কমিটিকে স্বাস্থ্যবিধি মেনে নামাজের নির্দেশনা দেয়া হয়েছিল।