বান্দরবানের সদর উপজেলার টংকাবতীতে র্যাবের অভিযানে জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শরকিয়ার প্রশিক্ষণ কমান্ডারসহ ৯ সদস্যকে আটক করা হয়েছে।
সোমবার সাংবাদিকদের ব্রিফিংকালে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।
তিনি বলেন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ১, ১১ ও ১৫ সদস্যরা যৌথ অভিযান চালিয়ে অস্ত্র ও বিস্ফোরকসহ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার জঙ্গিরা হলেন- ট্রেনিং কমান্ডার দিদার হোসেন ওরফে মাসুম, আলামিন সরদার, সাইনুন রায়হান, তাহিয়াত চৌধুরী ওরফে পাভেল, মো. লোকমান মিয়া, মো. ইমরান হোসেন, মো. আমির হোসেন, মো. আরিফুল রহমান ও শামীম মিয়া।
আরও পড়ুন: চট্টগ্রামে নতুন জঙ্গি সংগঠনের ৪ সদস্য গ্রেপ্তার
আল মঈন বলেন, নতুন গ্রেপ্তারের মাধ্যমে এ পর্যন্ত নতুন জঙ্গি সংগঠনের ৬৮ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, ‘পার্বত্য চট্টগ্রাম থেকে ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের মধ্যে দু’জন মারা গেছে।’
তিনি আরও বলেন, সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ১৭ সদস্যকে এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার জঙ্গিদের কাছ থেকে অস্ত্র ও বিস্ফোরকও জব্দ করেছে এলিট ফোর্স।
র্যাবের এই কর্মকর্তা জানান, গত রবিবার সেনাবাহিনীর সদস্যদের ওপর হামলার সঙ্গে এসব গ্রেপ্তারের কোনো সম্পর্ক নেই।
আরও পড়ুন: জঙ্গি উত্থান ঠেকাতে দেশের গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী