মোবাইল ব্যাংকিং ‘বিকাশ’ ও ‘নগদ’ একাউন্ট হ্যাক করে ছাত্র-ছাত্রীদের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগে শেরপুরে ঝিনাইগাতীতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে ঝিনাইগাতী বাজার থেকে গ্রেপ্তারের সময় পুলিশ তার কাছ থেকে উপবৃত্তির ২১ হাজার ৮০০ টাকা উদ্ধার করে।
গ্রেপ্তারকৃত আমজাদ হোসেন (৩৫) কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার সাদুয়া দামারহাট এলাকার হাবিবুর রহমানের ছেলে।
আরও পড়ুনঃ শ্রীপুর পৌরসভায় ১ কোটি ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে ঝিনাইগাতী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হলে বিচারিক হাকিম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফায়েজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাসকোড ও পিনকোড হ্যাকিংয়ের মাধ্যমে মোবাইল ব্যাংকিংয়ে কারসাজি করে প্রতারণার মাধ্যমে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ ওঠে আমজাদ হোসেনের বিরুদ্ধে। শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা রেকর্ড করা হয়েছে। শনিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুনঃ প্রতারণার অভিযোগে কথিত প্রকৌশলী কারাগারে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের সরকারি অনুদানের শিক্ষা উপবৃত্তির টাকা আমজাদ হোসেন প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিচ্ছিলেন। এমন অভিযোগের ভিত্তিতে শুক্রবার বিকেলে ঝিনাইগাতী থানা পুলিশ ঝিনাইগাতী বাজারের দিঘিরপাড়ের একটি দোকান থেকে হ্যাকিং করা মোবাইল একাউন্টের টাকা উত্তোলনের সময় হাতেনাতে তাকে আটক করে। এ সময় ছাত্র-ছাত্রীদের হাতিয়ে নেওয়া ২১ হাজার ৮০০ টাকা উদ্ধার করে পুলিশ।
প্রতারণার মাধ্যমে গত একসপ্তাহে আমজাদ হোসেন ঝিনাইগাতীর বিভিন্ন বিকাশ ও নগদ এজেন্ট দোকন থেকে কমপক্ষে আড়াই লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে পুলিশ জানিয়েছে।