খালেদা জিয়াসহ কারাবন্দিদের মুক্তি এবং বিদ্যুৎ-গ্যাসসহ নিত্যপণ্যের দাম কমানোসহ ১০ দফা দাবিতে বরিশালে পদযাত্রা করেছে বিএনপি। শনিবার দুপুরে নগরীর সদর রোডের বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে এ পদযাত্রা শুরু করে মহানগর বিএনপি।
এছাড়া এর আগে সকাল থেকে দলীয় কার্যালয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে শুরু করেন নেতাকর্মীরা।
আরও পড়ুন: শাহজাদপুর থেকে মালিবাগ বিএনপির পদযাত্রা শুরু
তারা বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড নিয়ে দলীয় কার্যালয়ে জড়ো হন।
সকাল থেকেই বিএনপির কর্মসূচিকে ঘিরে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হল ও এর আশপাশে অবস্থান নেয় মেট্রোপলিটন পুলিশ। যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে বাড়তি নিরাপত্তা ব্যাবস্থা জোরদার করা হয়।
এদিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেব পদযাত্রার আগ সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।
তিনি বলেন, এই পদযাত্রা থেকেই আমরা স্বৈরাচারী সরকারের পতন ঘটাবো। আমরা খালেদা জিয়ার মুক্তি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে আন্দোলন করছি। এই আন্দোলনে জনগণকে সঙ্গে নিয়ে আমরা সরকার পতন ঘটাবো।
এ সময় তিনি বিএনপির চলমান আন্দোলনের অংশ হিসেবে আগামী ২৫ ফেব্রুয়ারি সব জেলা শহরে পদযাত্রা কর্মসূচির ঘোষণা করেন।
সমাবেশে কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, বিএনপির এই আন্দোলন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন; খালেদা জিয়ার মুক্তি ও নিত্য পণ্যের মূল্য কমানোর আন্দোলন। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই আন্দোলনকে আরও বেগবান করতে হবে।
আরও পড়ুন: বিএনপির পদযাত্রা: নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষে ১২ নেতাকর্মী আহত