সিলেটের বিশ্বনাথে করবস্থান থেকে এক নিখোঁজ ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকালে কঙ্কালটি উদ্ধার করা হয়।
নিখোঁজ ব্যক্তিটির নাম মো. সেবুল মিয়া। তিনি বিশ্বনাথের পুরান সৎপুর গ্রামের আশ্বদ আলীর ছেলে।
আরও পড়ুন: রাজশাহীতে নিখোঁজের ছয় মাস পর নারীর কঙ্কাল উদ্ধার
পুলিশ সূত্রে জানা গেছে, বিশ্বনাথ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে কঙ্কালের আশপাশে একটি জ্যাকেট, এক জোড়া স্যান্ডেল ও একটি কোমরে বাঁধা কাপড়ের ব্যাগের মধ্যে অন্যান্য কাগজের সঙ্গে একটি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করে।
সেই পরিচয়পত্রের সুবাদে সেবুল মিয়ার পরিবারকে জানালে তার ভাগিনা ছয়ফুল ঘটনাস্থলে উপস্থিত হয়ে কঙ্কালটি সেবুলের বলে নিশ্চিত করেন।
ছয়ফুল ও সেবুলের ভাই ফারুক মিয়া জানান, তিনি (সেবুল) মানসিক ভারসাম্যহীন ছিলেন। দুই মাস আগে তার স্ত্রী তাকে ছেড়ে গেলে তার মানসিক অবস্থার আরও অবনতি হয়। এরপর থেকে তাকে আর এলাকায়ও দেখা যায়নি।
ঘটনাস্থলে সিআইডি, পিবিআই, সিলেট ক্রাইম সিন টিম এসে ঘটনাস্থল পরিদর্শনসহ নমুনা সংগ্রহ করেছে বলে পুলিশের পক্ষে জানানো হয়েছে।
বিশ্বনাথ থানার উপপরিদর্শক (এসআই) মামুনুর রশীদ বলেন, প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে এটি সেবুল মিয়ার কঙ্কাল। কঙ্কালটি উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
রির্পোটের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।