যশোরের মণিরামপুরে বাল্য বিয়ের অপরাধে জামাই-শ্বশুরকে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের এ সাজা দেন।
সাজাপ্রাপ্তরা হলেন- উপজেলার পারখাজুরা সরদারপাড়ার আতিয়ার রহমান (৪৫) ও সাতক্ষীরা সদরের রায়পুর গ্রামের শওকত আলীর ছেলে মহসীন আলী (২৮)।
এর আগে বিকাল ৩টায় দিকে বিয়ের আসরে হানা দিয়ে কনে পলি খাতুন (১৭), বর মহসীন আলী ও কনের বাবা আতিয়ার রহমানকে আটক করা হয় এবং পরে কনেকে ছেড়ে দেয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইয়েমা হাসান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বিয়ে বাড়িতে হাজির হই। আদালতের উপস্থিতি টের পেয়ে বর-কনে গাড়িতে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে বর ও মেয়ের বাবাকে ধরে ১৫ দিন করে সাজা দেয়া হয়েছে।’
কাজী আলফাজুরের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।