বেনাপোলে মাটি বহনকারী ট্রাক্টরের চাপায় ওমর ফারুক (১০) নামে একটি শিশু নিহত হয়েছে।
সোমবার (১৯ মে) বিকালে বেনাপোল পোর্ট থানার পুটখালীর কৃষ্ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু ওই এলাকার আব্দুল্লাহ মণ্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, ফারুক নানা বাড়ি থেকে সাইকেল করে নিজ বাড়ি কৃষ্ণপুর যাচ্ছিল। পথে মহিষাডাঙ্গা কালাম দারোগার বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাটিবহনকারী ট্রাক্টর বাইসাইকেলটিকে চাপা দিলে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: নারী নির্যাতন মামলায় গ্রেপ্তার সঙ্গীতশিল্পী নোবেল
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া বলেন, ‘নিহত শিশু ওমর ফারুকের বাবা তার ছেলের অসর্কতায় এই দুর্ঘটনা ঘটেছে বলে থানায় একটি লিখিত আবেদন দিয়েছেন।’
তিনি বলেন, ‘দূর্ঘটনার জন্য ট্রাক্টর চালক দায়ী নন। তবে, পুলিশ সড়ক দুর্ঘটনার তদন্ত করছে।’