বেনাপোল স্থলবন্দরের এক মোবাইলে দোকানে অভিযান চালিয়ে ২১০টি ভারতীয় শাড়ি ও এক হাজার পিস ভারতীয় মুখের ক্রিমসহ এক যুবকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
আটক শাকিল (২২) সাদিপুর গ্রামের শাহ আলমের ছেলে। আটক শাড়ি ও ক্রিমের মূল্য ৮ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
বুধবার সকাল ১০টার দিকে দোকান তল্লাশি করে শাড়ি ও ক্রিমসহ শাকিলকে আটক করা হয়।
মোবাইল ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে শাকিল ভারত থেকে চোরাই পথে আনা শাড়ি ও ক্রিমের ব্যবসা করছে বলে জানিয়েছে পুলিশ।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, গোপন সংবাদে আমরা জানতে পারি ১ নম্বর গেটের সামনে শাকিল নামে এক মোবাইল ব্যবসায়ী তার দোকানে ভারতীয় শাড়ি ও ক্রিম চোরাই পথে এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করার জন্য মজুত করছে।
এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২১০ পিস ভারতীয় শাড়ি ও এক হাজার পিস ভারতীয় ক্রিমসহ শাকিলকে হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে বোনপোল পোর্ট থানায় মামলা হয়েছে, যোগ করেন তিনি।