ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবে নিখোঁজের দুই দিন পর ছাত্রলীগ নেতার লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে জামালপুর সদরের কোচনধরা এলাকা থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত জাহিদ ফয়সাল ফাহিম (২৫) উপজেলার কানিল গ্রামের আমজাদ হোসেনের ছেলে এবং নান্দিনা সাংগঠনিক থানা ছাত্রলীগের সহ-সভাপতি।
আরও পড়ুন: চবি ক্যাম্পাসে ঝর্ণার পানিতে ডুবে ছাত্রলীগ নেতার মৃত্যু
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজ জানান, বৃহস্পতিবার বিকালে চার বন্ধু মিলে ব্রহ্মপুত্র নদের নরুন্দি কোচনধরা এলাকায় নৌকা ভ্রমণে যায় ফাহিম। মাঝপথে নৌকাটি পানিতে তলিয়ে যায়। এ সময় অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও ফাহিম নদের পানিতে ডুবে যায়। খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের কর্মীরা বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে উদ্ধার অভিযান শুরু করেন। কিন্তু দুদিন ধরে সন্ধান করে তাকে উদ্ধারে ব্যর্থ হয়। পরে শনিবার সকালে ডুবে যাওয়া স্থানেই ফাহিমের লাশ ভেসে উঠলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
আরও পড়ুন: হবিগঞ্জের হাওড়ে ছাত্রলীগ নেতার ভাসমান লাশ উদ্ধার
ওসি জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশের দাফনের অনুমতি দেয়া হয়েছে।