দেশের সীমান্তবর্তী জেলা ব্রাহ্মণবাড়িয়ায় দিন-দিন করোনা রোগীর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৭২ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছে তিনজন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭ হাজার ৩২৭ জনের।
করোনায় আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৬২ জন, কসবায় ৫১ জন, সরাইলে ১৭ জন, আখাউড়ায় ৩ জন, আশুগঞ্জে ২৯ জন, নাসিরনগরে ১ জন, বিজয়নগরে ১ জন ও নবীনগরে ৮ জন। ঢাকা থেকে আসা পিসসিআর রিপোর্টে তাদের করোনা পজেটিভ আসে।
আরও পড়ুন: করোনায় দেশে আরও ২৩৯ মৃত্যু, শনাক্ত ১৫,২৭১
এছাড়াও গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে তিনজন। জেলা সদর হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন থাকা অবস্থায় আশুগঞ্জের একজন পুরুষ ও নবীনগরে নিজ বাসস্থানে একজন পুরুষ এবং আখাউড়ায় নিজ বাড়িতে এক নারী মারা যান। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৯৫ জনে।
এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছে ১৫৫ জন। এখন পর্যন্ত জেলায় মোট সুস্থ হয়েছে ৪ হাজার ৪৬১ জন।
আরও পড়ুন: ২৫ বছর হলেই করোনার টিকা
জেলার সিভিল সার্জন ডাক্তার মো. একরাম উল্লাহ জানান, করোনায় মৃত্যু ও আক্রান্তের পাশাপাশি সুস্থ হওয়ার সংখ্যা বাড়ছে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নমুনা সংগ্রহের পরিমান বাড়িয়ে দেয়া হয়েছে। একই সাথে যারা কোয়ারেন্টাইন এবং আইসোলেশনে রয়েছেন তারা যেন যথাযথভাবে নিয়ম মেনে চলেন সে বিষয়ে মনিটরিং করা হচ্ছে।